Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রাবার বাগান
Details

শ্রীমঙ্গলে রয়েছে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সিলেট বিভাগী অফিস । এ আফিসের নিয়ন্ত্রনে রয়েছে সরকারী ৪টি রাবার বাগান। এ ছাড়াও প্রায় প্রত্যেক বেসরকারী বাগানেও এখন রাবার চাষ করা হচ্ছে। আপনি ইচ্ছে করলে যে কোন একটি রাবার বাগান ঘুরে দেখতে পারেন এবং জানতে পারেন কিভাবে রাবার তৈরী হয়, জানতে পারেন রাবার শমিকের জীবন। আপনি যখন হাজার হাজার রাবার গাছের মধ্য দিয়ে হাঁবেন তখন আপনি দেখবেন গাছের ডালপালা পুরু আকাশটাকে  ঢেকে রেখেছে।  বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের  বাগানের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাটে রয়েছে শাহজী বাজার রাবার বাগান, বাহুবল রয়েছে রুপাইছড়া রাবার বাগান, এবং মৌলভীবাজার শ্রীমঙ্গলের সাতগাঁও রাবার বাগান এবং কুলাউরায় রয়েছে ভাটরার রাবার বাগান। আপনি এর যে কোন একটি বাগান ঘুরে ধেখতে পারেন। এ ৪টি বাগানে মোট ৮ হাজার ৮৩ একর জমিতে রাবার চাষ করা  হয়। চার বাগানে সর্ব মোট গাছ রয়েছে উচ্চফলশীল ৬লাখ ৬৫ হাজার ৮০৯টি এবং কম উৎপাদন শীল ১ লাখ ৩৬ হাজার ৬১টি। অন্যদিকে এ ৪ টি বাগানে কষ সংগ্রহের জন্য ৩ শ্রেণীর শ্রমিক রয়েছে। ১ হাজার ১২৭ জন। ৩ শ্রেণীর শ্রমিকদের মধ্যে মাসিক বেতন ৩ হাজার ৫০০ টাকা বেতনে সরকারি শ্রমিক রয়েছেন ৬১৬ জন  যারা প্রতিদিন ৫ থেকে ১০ কেজি কষ আহরণ করে। উৎপাদনভিত্তিক ২৬৫ জন শ্রমিক প্রতিদিন ৩০ থেকে ৪০ কেজি কষ আহরণ করেন কেজিপ্রতি আড়াই/তিন টাকা হারে।