লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতেই আনারস গাছগুলো নিচ থেকে টিলার উপবে এমন ভাবে গিয়ে উঠেছে দূর থেকে মনে হবে যেন একদল পিপিলিকা (ডানা মেলে ) সারি বেঁধে উপরে উঠছে ।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতেই চোখ পড়বে আনারসের বাগান , আনারস গাছগুলো নিচ থেকে টিলার উপবে এমন ভাবে গিয়ে উঠেছে দূর থেকে মনে হবে যেন একদল পিপিলিকা (ডানা মেলে ) সারি বেঁধে উপরে উঠছে । উঠে আসুন একেবারে চূড়ায় যতোটুকু চোখ যায় দেখবেন টিলার পর টিলা শুধু আনারস আর আনারস , ও হ্যাঁ মনে রাখবেন কাউকে না বলে আনারস পাড়বেন না । যদি আনারস নিতে চান তাহলে ওখানেই পাবেন । আনারস বাগানের পরিচর্যাকারীর সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন দেখবেন সে খুশি হয়েই দুএকটি আনারস আপনার হাতে ধরিয়ে দিচ্ছে । কিছু বকশিশ ধরিয়ে দিন এদের হাতে কারণ এরা খুব গরিব , হয়তো নিতে চাইবে না তবু চেষ্ট করুন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস