Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আনারস বাগান
স্থান

লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতেই আনারস গাছগুলো নিচ থেকে টিলার উপবে এমন ভাবে গিয়ে  উঠেছে দূর থেকে মনে হবে যেন একদল পিপিলিকা (ডানা মেলে ) সারি বেঁধে উপরে উঠছে ।

বিস্তারিত

লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতেই চোখ পড়বে আনারসের বাগান , আনারস গাছগুলো নিচ থেকে টিলার উপবে এমন ভাবে গিয়ে  উঠেছে দূর থেকে মনে হবে যেন একদল পিপিলিকা (ডানা মেলে ) সারি বেঁধে উপরে উঠছে । উঠে আসুন একেবারে চূড়ায় যতোটুকু চোখ যায় দেখবেন টিলার পর টিলা শুধু আনারস আর আনারস , ও হ্যাঁ মনে রাখবেন কাউকে না বলে আনারস পাড়বেন না । যদি আনারস নিতে চান তাহলে ওখানেই পাবেন । আনারস বাগানের পরিচর্যাকারীর সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন দেখবেন সে খুশি হয়েই দুএকটি আনারস আপনার হাতে ধরিয়ে দিচ্ছে । কিছু বকশিশ ধরিয়ে দিন এদের হাতে কারণ এরা খুব গরিব , হয়তো নিতে চাইবে না তবু চেষ্ট করুন ।