শ্যামলী কিংবা লাউয়াছড়া বেড়াতে এসে শ্যামলীর ডিপ ফিজাপ এরিয়ার অনুভূতি না নিয়ে গেলে আপনার শ্রীমঙ্গল ভ্রমনের অতৃপ্তি থেকে যাবে। দিনে যতই গরম পরুক না কেন শ্যামলীর ডিপ ফিজাপ এরিয়ায় আপনি পৌছা মাত্রই আপনার শীত অনভিূত হবে। এ জায়গাটি পড়েছে শ্রীমঙ্গল ভানুগাছ পাকা সড়কের শ্যামলী সেডের উভয় পাশে আধা কিলো পযর্ন্ত। আপনি যখন গাড়ি নিয়ে লাউয়াছড়া যাবেন তখন ঘন জঙ্গলের একটু ভিতরে প্রবেশ করলেই শুরু হবে ডিপ ফিজাপ এরিয়া । তবে পুরু লাউয়াছড়া এরিয়াই তাপ মাত্রা খুব কম। শ্যামলীর উভয় পাশে আধা কিলো এলাকায় তাপ মাত্রা খুব কম থাকে বিধায় এ অংশকে শ্যামলীর ডিপ ফিজাপ এরিয়া বলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস