Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পান পুঞ্জি
কিভাবে যাওয়া যায়

পান পুঞ্জি দেখতে হলে আপনার জন্য সহজ হবে লাউয়াছড়ার ভিতরে লাউয়াছড়া পুঞ্জি এবং মাগুর ছড়া গ্যাস কুপের পাশে রয়েছে মাগুর ছড়া পুঞ্জি। মাগুর ছড়া গ্যাস কূপ থেকে আধা কিলোর মতো ভানু গাছের দিকে এগিয়ে বাম দিকে রেল লাইন ক্রস করে জনবসতির টিলাগুলোই হচ্ছে মাগুর ছড়া পুঞ্জি।

বিস্তারিত

শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাসিয়া পানের পুঞ্জি ও বাংলা পানের বরজ। আপনি যখন পাহারের উচুঁ টিলায় খাসিয়া দের পান পুঞ্জি দেখতে যাবেন সেখানে পাবেন অন্যরকম এক অনুভূতি। টিলার পর টিলার সুউচ্চ গাছ গুলো সবুজ পানপাতার জামা পড়ে আছে। মনে হবে এ যেন কোন আজগুবি কান্ড। না এটা কোন আজগুবি কিছুনা এটা আপনি যে খাসিয়া পানের পুঞ্জি দেখতে গেছেন সে খাসিয়া পান। হাত দিয়ে ধরতে পারেন, উঠতে পারেন পানের সাথে ছবি। যদি দু একটা পান পাড়তে চান তো পাশেই রয়েছে খাসিয়াদের গ্রাম সেখানে এসে তাদের অনুমতি নিন। পাশা পাশি ৪/৫ টিলায় খাসিয়ারা এক সাথে বসবাস করে তারা তাকে পুঞ্জি বলে সাধারন্ত আমরা যাকে গ্রাম বলি। আপনি যখন কোন পুঞ্জিতে উঠবেন তখন দেখবেন আপনার জন্য অপেক্ষা করছে আরও একটি অভিজ্ঞতা । কোন পুঞ্জিটিলার একপাশ থেকে আপনি হাঠা শুরু করলে দেখবেন আপনার দু পাশে এতো সচ্ছ ঘর আর সে ঘরের বারান্ধায় বসে মুখে পান চিবে চিবে খাসিয়া মেয়েরা গাছ থেকে পেড়ে আনা পান গুলো ভাজ করছে।  এখানে রয়েছে তাদের একটি গীর্জা ফেরার পথে এটি দেখে আসতে পারেন। এ ছাড়াও শ্রীমঙ্গল শহর থেকে উত্তর দিকে মির্জাপুর ইউনিয়নে পাহারের পাদদেশে রয়েছে বাংলা পানের বরজ।