Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিষদের কার্যাবলী

 

১.

উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা এবং উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ।

২.

উপজেলা পরিষদ সভায় গৃহিত সকল সিদ্ধান্ত বাস্তবায়ন।

৩.

পরিষদের বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত সকল প্রস্তাব এবং স্কিম পরিষদের পক্ষে প্রস্ত্তত করার পদক্ষেপ এবং প্রেষণে নিযুক্ত কর্মকর্তা/কর্মচারী ব্যতিত উপজেলা পরিষদের কর্মচারী নিয়োগ ও শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণ

৪.

উপজেলা পরিষদের অনুমোদন সাপেক্ষে, প্রেষণে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগনের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, প্রত্যাহার , বদলী এবং শৃংখলা মূলক ব্যবস্থা গ্রহনের জন্য নির্ধারিত কতৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ।

৫.

সকল ট্যাক্স, রেইট, টোল, ফি ও অন্যান্য পাওনা সংগ্রহ ও আদায়ের ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য কর আরোপ/ধার্য্য

৬.

উপজেলাপরিষদের পক্ষে অর্থ গ্রহণ

৭.

উপজেলাপরিষদের নির্ধারিত সীমার অনুমোদিত বাজেটের যে কোন বিষয়ে ব্যয় নির্বাহ

৮.

উপজেলা পরিষদের পক্ষে পত্র যোগাযোগ

৯.

পরিষদের সকল বিষয়ে চুক্তি সম্পাদন

১০.

উপজেলা পরিষদের পক্ষে লাইসেন্স, পারমিট এবং নোটিশ ইস্যুকরণ/অনুমোদন

১১.

উপজেলা পরিষদ আইনের অধীনে সংগঠিত সকল অপরাধের নিস্পত্তি

১২.

উপজেলা পরিষদ আইনের অধীন যে কোন অপরাধের অভিযোগের নিস্পত্তি

১৩.

উপজেলা পরিষদের পক্ষে মামলা দায়ের ও পরিচালনা

১৪.

উপজেলা পরিষদের এলাকার পরিসংখ্যান রক্ষণাবেক্ষণ এবং বিবরণী প্রস্ত্তত ও দাখিল

১৫.

উপজেলাপরিষদেরঅর্থ ও হিসাব রক্ষণাবেক্ষন

১৬.

অনুচ্ছেদ গ- এ উল্লেখিত নহে কিন্ত সরকার কর্তৃক তাহাঁর প্রতি সময় অর্পিত হইতে পারে এমন কোন কার্য।

১৭.

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন)এ বর্ণিত বিধান প্রতিপালন।