শিরোনাম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ভূমি জোনিং ম্যাপ যাচাই করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
বিস্তারিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ভূমি জোনিং ম্যাপ যাচাই করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ অক্টোবর বৃধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ভুমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ভুমি জোনিং প্রকল্পের পরিচালক কফিল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, ভূনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, বিশিষ্ট লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা কৃষি অফিসার স্বুকল্প দাশসহ আরো অনেকে।
কর্মশালায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজ, পেশাজীবী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভূমি জোনিং সম্পর্কে অবহিত করেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের কনসালটেন্ট ড. এস, এম আতিকুল্লাহ্। কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ভূমি জোনিং সম্পর্কে অবহিতরণের পর ম্যাপের উপর উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়।