Notre Dame Junior High School was started 2008. It is run by the Holy Cross Priest Sociaty (C.S.C. Father). The School is situated inside the Catholic Mission Campus,Catholic Mission Road, Sreemangal, Moulvibazar. There are about 156 students from class Six to Eight. Our motto is to enlighten the students and aquire Virtue and Knowledge .
নটরডেম জুনিয়র স্কুলের সংক্ষিপ্ত ইতিহাস: বহুকাল পূর্ব থেকেই শ্রীমঙ্গল কাথলিক মিশন হোস্টেলের মাধ্যমে নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা থাকলেও বাস্তবে দেখা যায় আদিবাসী হওয়ায় ভাষাগত সমস্যা এবং পারিপার্শিক অবস্থার প্রেক্ষিতে বেশির ভাগ শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করার পূবেই ঝড়ে পড়ে। যারা কোন মতে টিকে থাকত তাদেরও এসএসসি পাশ করা কঠিন ছিল। তবে হোস্টেলের ছেলেমেয়েরা পড়ত ভিন্ন ভিন্ন চারটি স্কুলে। এর মধ্রে মেয়েরা যেত তিনটি ভিন্ন স্কুলে ও ছেলেরা যেত একটি স্কুলে । এমনাবস্থায় পবিত্র ক্রুশ যাজক সংঘ একটি মিশনারী স্কুলের অভাব অনুভব করে। আর এই স্কুল প্রতিষ্ঠার প্রধান কারণ ছিল শ্রীমঙ্গল কাথলিক মিশনের আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা, ৬ষ্ঠ শ্রেণীতে সকল শিক্ষাথীকে ভর্তি করা সম্ভব হত না, মেয়েরা তিনটি স্কুলে পড়ত মেধা ও আর্থিক সামর্থ্য অনুসারে, অনিয়িমিত ক্লাশ, স্কুলের দূরত্ব, বাংলা ভাষা শিক্ষার্থীদের মাতৃভাষা না হওয়াতে পড়া বুঝতে অসুবিধা ,এছাড়া শিক্ষকদের আঞ্চলিক ভাষার ব্যবহার তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সমস্যা হয়ে দাড়ায়। এই সব কারণেই হোস্টেলের ছেলেমেয়েদের পড়ালেখার মান নিম্নমূখী এবং নিয়ম-শৃঙ্খলা পালনে বড় অন্তরায় হয়ে উঠে। এরই সাথে যোগ হত তাদের অধ্যাবসায় ও আগ্রহের অভাব। তাই প্রতিবছর তারা একাধিক বিষয়ে অকৃতর্কায হত এবং দুই বৎসর পরপর অকৃতর্কায হলে তাদের পড়াশুনা বাদ দিয়ে বাড়ীতে ফিরে যেতে হত। তাই পবিত্র ক্রুশ সংঘের দু’জন যাজক স্থানীয় কয়েকজনকে নিয়ে একটি বৈঠক করেন এবং স্কুল শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেন , এবং স্থির করেন যে,প্রাথমিক ভাবে স্কলটি মেয়ে হোস্টেলের ছাদে শুরু হবে এবং পরবর্তীতে স্কুলটি স্থানান্তরিত হবে। প্রাথমিকভাবে ৬ষ্ঠ শ্রেণী শুরু হয়ে পর্যায় ক্রমে তা অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে, যেখানে ছাত্র/ছাত্রীরা নিয়মিত শ্রেণীর পাঠ ও অন্যান্য কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবে। তাদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য দিকেও তারা হয়ে উঠবে পারদর্শী, হয়ে উঠবে নিজ নিজ সমাজের নেতা। তাই ২০০৮ সালের ১৯জানুয়ারী সাধ্বী তেরেজা হোস্টেলের ছাদে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নটর ডেম স্কুলের যাত্রা শুরু হয়। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারী প্রথম ৬ষ্ঠ শ্রেণীতে ৩০ জন ছাত্র/ছাত্রী শুরু হয়। পরে ২০০৯ সালে ৭ম শ্রেণী এবং ২০১০ সালে ৮ম শ্রেণী শুরু হয় এবং এই বছরই নটরডেম স্কুলের পূর্ণ র্নিমাণ কাজ শেষ হয়ে স্কুলটি নতুন বিল্ডিংয়ে নতুন উদ্যমে ক্লাশ শুরু হয়ে। এবং ২০১২ সালে নটরডেম স্কুল ডিজিটাল বাংলদেশ গড়ার একাত্ব নিয়ে ১০টি কম্পিউটার নিয়ে নিজস্ব কম্পিউটার ল্যাব চালু কার হয়। এছাড়াও ছাত্র/ছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য একই বছরে নটরডেম লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয় যাতে ঘরোয়া পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। তাই বর্তমানের শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা কমেছে এবং পরীক্ষায়ও পাশের হার বেড়েছে।
Notre Dame Junior High School
Total Student - 2014
Class | Boys | Girls | Total |
Six | 30 | 30 | 60 |
Seven | 20 | 29 | 49 |
Eight | 23 | 24 | 47 |
Total = 156 |
নং ব্যক্তি নাম পদাধীকার কমিটির সদস্য এবং পদাধীকারি
১ | ফাদরা ডমিনিক সরকার সিএসসি | পাল-পুরোহিত, কাথলিক মিশন, শ্রীমঙ্গল, মৌলভীবাজর | সভাপতি |
২ | সিস্টার মার্গারেট মেরী আরএনডিএম | প্রধান শিক্ষিকা, সেন্ট মাথার্স স্কুল, দেব বাড়ী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার | সহ-সভাপতি |
৩ | ডিকন সুমন পিটার কস্তা সিএসসি | প্রধান শিক্ষক, নটরডেম স্কুল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার | সেক্রেটারী |
৪ | মি: সুদশর্ণ চিছাম | সহকারী প্রধান শিক্ষক, নটরডেম স্কুল, শ্রীমঙ্গল, মৌলভীবাজর | শিক্ষক প্রতিনিধি |
৫ | সিস্টার যমুনা গমেজ সিএসসি | সহকারী শিক্ষিকা , নটরডেম স্কুল, শ্রীমঙ্গল , মৌলভীবাজার | শিক্ষক প্রতিনিধি |
৬ | মি: টমাস পডুয়েং | রংবা, লংলিয়া পুঞ্জি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার | অভিভাবক প্রতিনিধি |
৭ | মিসেস :মুক্তা হ্জং | শিক্ষিকা আলিয়ছড়া পুঞ্জি, বাহুবল, হবিগঞ্জ | আভিভাবক প্রতিনিধি |
৮ | মিসেস: পারুল রোজারিও | ইউনিয়ন মেম্বার, আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার | সদস্য |
৯ | মি: ঝিনু লামিন | মন্ত্রি, নিরলা খাসিয়া পুঞ্জি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার | সদস্য |
১০ | মিসেস: ফেলেসিতা পাঠাং | শিক্ষিকা, ফুলছড়া বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার | সদস্য |
১১ | ফাদার শরৎ গমেজ | ভিকার,সিলেট ধর্মপ্রদেশ | ধর্ম প্রদেশ প্রতিনিধি |
Name of Exam | Year | Total Students | Percentage | Div/GPA5 | Talent pool | G.Gread |
J.S.C | 2010 | 30 | 100% |
|
|
|
J.S.C | 2011 | 35 | 100% |
|
|
|
J.S.C. | 2012 | 34 | 100% |
|
|
|
J.S.C. | 2013 | 23 | 100% |
|
|
|
|
| |||||
|
| |||||
|
|
ACADEMICS
JSC Result.
Name of Exam | Year | Total Students | Percentage | Div/GPA5 | Talent pool | G.Gread |
J.S.C | 2010 | 30 | 100% |
|
|
|
J.S.C | 2011 | 35 | 100% |
|
|
|
J.S.C. | 2012 | 34 | 100% |
|
|
|
J.S.C. | 2013 | 23 | 100% |
|
|
|
যোগাযোগ : রেল স্টেশন থেকে ১.৫ কি.মি
বাস স্টেশন থেকে ২ কি.মি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস