বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী বলে খ্যাত সবুজের আদুরে কন্যা শ্রীমঙ্গল উপজেলার কেন্দ্র বিন্দুতে ১৯৩০ ইং সনে স্থাপিত বালিকা বিদ্যালয়টি ১৯৬২ ইং সনে মাধ্যমিক বিদ্যালয় ও ১৯৮৪ ইং সনে আত্বীকরণের মাধ্যমে সরকারিকরণকৃত শ্রীমঙ্গল সরকারী বালিকা বিদ্যালয় বর্তমানে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত ৪৫৫ জন ছাত্রী নিয়ে ১০ জন শিক্ষক শিক্ষিকাদ্বারা সুনিপুন ও দক্ষতার সহিত বিজ্ঞান ও মানবিক শাখায় সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞান গবেষনাগার, কম্পিউটার কেন্দ্র ও স্মার্ট ক্লাশ দ্বারা পরিচালিত হয়ে প্রতি বছর জে এস সি ও এস এস সি পরীক্ষাতে কৃতিত্বের স্বাক্ষর রেখে নানাবিধ ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ড, সাহিত্য এবং গালর্স গাইডের সহযোগিতায় শিক্ষার্থীদিগকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে ঐতিহ্যবাহী সুপ্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটি গত আট দশক ধরে এতদঞ্চলে নারী শিক্ষার অগ্রদূত হয়ে নিরবিছিন্নভাবে জ্ঞান দান করে চলেছে।
স্থাপিতঃ ১৯৩০ খ্রিঃ
১ম স্বীকৃতিঃ ১৯৬৩ খ্রিঃ
সর্বশেষ স্বীকৃতিঃ০১/০১/২০১২ - ৩১/১২/২০১৫ খ্রিঃ
বিদ্যালয় কোডঃ ২২৭৬
সরকারিকরণঃ ১৯৮৫ খ্রিঃ
বিঞ্জান খোলার সনঃ ১৯৭৩ খ্রিঃ
জমির পরিমানঃ ৯১ শতক
ফোনঃ ০৮৬২৬-৭১২১৭
উপবৃত্তির ক্ষেত্রে বিদ্যালয়ের আইডিঃ ১২০৯৬০৭, লোকেশন কোডঃ ৬৩৭০৬, EIIN - ১২৯৭৬১
শিক্ষক-শিক্ষিকার সংখ্যাঃ ১০ জন, কর্মরর্তঃ ১০ জন, বর্তমান পদসংখ্যাঃ ১২, প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকের পদ শুন্য।
অর্গ্রানোগ্রাম অনুযায়ী পদঃ ২ +২৫= ২৭ টি। নিম্নমান সহকারি/উচ্চমান সহকারি পদঃ ১+১=২ টি (শুন্য)।
ছাত্রী সংখ্যাঃ ৪৫৫ জন।
পাঠাগারে বইয়ের সংখ্যাঃ ১৬০০ টি। কম্পিউটার ল্যাব এ কম্পিউটারের সংখ্যাঃ ১৪ টি। ল্যাপ্টপঃ ৪ টি। প্রজেক্টরঃ ২টি। স্ক্যানারঃ ২টি।
সহকারি শিক্ষকঃ ১০জন, ১জন প্রেষণে। ৪র্থ শ্রেণীর শুন্যপদঃ ৩ টি। পিয়নঃ ১জন। নৈশ্য প্রহরীঃ ১ জন।
E-mail address: sgghs12@yahoo.com
৬ষ্ঠ শ্রেণীঃ ১০২ | ||
৭ম শ্রেণীঃ ১০০ | ||
৮ম শ্রেণীঃ ৮০ | ||
৯ম শ্রেণীঃ ৮২ | ||
১০ম শ্রেণীঃ ৭৮ |
এস এস সি
সন মোট ছাত্রী মোট কৃতকার্য জিপিএ-৫ পাশের হার
২০০৯ ১০৮ ১০৬ ১৪(৯) ৯৯.১৫%
২০১০ ১০৩ ১০২ ০৬ ৯৮.০৮%
২০১১ ১০৩ ৯৬ ১৪(৪) ৯৪%
২০১২ ১০১ ১০০ ১৬(৭) ৯৯%
২০১৩ ৭৮ ৭৭ ১১(১) ৯৮.৭৫%
জে এস সি জুনিয়র বৃত্তির ফলাফল
সন ট্যলেন্টপল সাধারন মোট
২০০৯ ০৬ ০৬
২০১০ ০৬ ০৬
২০১১ ০২ ০২
২০১২ ০১ ০৪ ০৫
২০১৩ খ্রিঃ সালে এস এস সি পরীক্ষায় ৯৯% ফলাফল।
উপজেলায় শীর্ষস্থান অর্জন ও বোর্ডে TOP 20 তে স্থান এবং নারী শিক্ষার উন্নয়নের মাধ্যমে জাতিগঠনে অগ্রনী ভূমিকা পালন।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ১কি মি দূরে শহরে অবস্থিত।
১। ডাঃ সোমা রায়
২। ডাঃ ফেরদৌসী ইসলাম
৩। মাহমুদা সুলতানা ২০০৩ (চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
৪। নূরা আক্তার , স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা।
৫। ইমা আক্তার, ইবনে সিনা মেডিক্যাল কলেজ, ঢাকা।
৬।মাহমুদা আক্তার, বিসিএস পররাষ্ট্র
৭। মৃত ডাঃ পারভীন সুলতানা।
৮। মিথিলা দেব প্রথম শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয় ( Soil Water & Enverronment)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস