বিদ্যালয়টি ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ৭নং ওয়াডের পশ্চিম শ্রীমঙ্গল গ্রামে অবস্থিত। বিদ্রালয়ে ৩টি ভবন আছে। েএর মধ্যে ২টি পাকা েএবং ১টি আধা পাকা ।
১৯৬৫ সালে এলকার বিশিষ্ট দানশীল ব্যক্তি মৃত মো: কুবাজ উল্লা তার পৈত্তিক সম্পত্তি থেকে ৪৩ শতাংশ জমি এ বিদ্যালয় এ দান করেন।১৯৮৩ সালে এ বিদ্রালয়টি সরকারীকরন করা হয়।
সদস্য ষংখ্যা ১২ জন। পরুষ ৭ জন, মহিরা ৫ জন। সভাপতি জনাব মোঃ মধু মিয়া
২০১৩ (উপবৃত্তি)
বালক ৮৩ জন, বালিকা ১০১ জন, মোট: ১৮৪ জন।
২০১১ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল এ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়া। বৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা, শতভাগ পাশের হার ধরে রাখা।
মোবাইল: 01723637275, পশ্চিম শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল 3210, মৌলভীবাজার।
২০১৩ সানে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ০৪ জন বালক এবং ০৩ জন বালিকা জিপিএ ৪.০০ পেয়ে উত্র্তীণ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস