খাসি একটি আদিবাসী বা উপজাতীয় লোক, যাদের অধিকাংশই উত্তরপূর্ব ভারতের মেঘালয় রাজ্যে বাস করে, প্রতিবেশী আসামে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে ছোট জনসংখ্যার সাথে। তারা নিজেদেরকে কি হেনুইয়েফ ট্রিপ বলে, যার অর্থ খাসী ভাষায় "সাতটি কুটির"। বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় বসবাসরত খাদি মানুষ যুদ্ধের সাব-উপজাতি।